English

27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
- Advertisement -

কাঠবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কে কাঠবোঝাই ভটভটি (ইঞ্জিনচালিত ছোটযান) উল্টে ইসমাইল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisements

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ বিশু মিয়ার ছেলে।

আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উসমান গণি এতথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে নাচোল উপজেলা থেকে কাঠবোঝাই ভটভটিটি চাঁপাইনবাবগঞ্জে আসছিল। এসময় টংপাড়ার এলাকায় সামনের চাকা ফেটে গেলে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে ভটভটিতে কাঠের ওপরে বসে থাকা ইসমাইল হোসেন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন