ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ ফুট দৈর্ঘ্য কন্টেইনারের চাপায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৫ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
শনিবার (৫ আগস্ট) সকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বন্দর থেকে ছেড়ে আসা একটি কনটেইনারবাহী লরী ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে।
এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসলে আশেপাশের লোকজন তাদের উদ্ধারের জন্য ছুটে আসে। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন।
ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে।
আল্লাহর রহমতে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।