ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরো পাঁচ বাসযাত্রী। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। তাকে হাসপাতালে নেওয়ারর পর তিনি মারা যান বলে জানা গেছে।
হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান, ঘটনার সময় নিউ রাজশাহী ডিলাক্স নামের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সঙ্গে বাসের ও পিছন দিক থেকে আসা আরেকটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাস ও ট্রাক আটক করেছে। তবে গাড়ির চালকেরা এ সময় পালিয়ে যায়।