উখিয়া টেকনাফ হাইওয়ে রোডে উখিয়া বালুখালী কাস্টম টিভি টাওয়ার সংলগ্ন ঢালুতে সেন্ট মার্টিন এবং টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ০২ জন নিহত হয়েছেন। আজ ভোর ৬ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন সার্ভিসটি উখিয়া হয়ে টেকনাফমুখী ছিল এবং বিপরীতমুখী টমটমটিও ৩ জন যাত্রী নিয়ে উখিয়ামুখী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে, নিহত ব্যক্তী হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম নয়াপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে মনির আহমেদ (২৮) এবং অপরজন অজ্ঞাত ব্যক্তী টমটমের ড্রাইভার বলে জানা গেছে।
সাথে থাকা অপর দুজন ঘোরতর আহত ব্যক্তীদের রাবার বাগানের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে ওদের মধ্য থেকে ঘুমধুমের খাইরুল বশর বাবুলের আশংকাজনক অবস্থা দেখা দিলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেন্ট মার্টিন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রোঃ ১৫ -৪৩১৮