ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে রোমান মিনা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার তাতীকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকেরহাট বন্দরের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঈদের নামাজ শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নানাবাড়ি সরমঙ্গল যাওয়ার সময় ঢাকাগামী গ্লোবাল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় রোমান ও তার বন্ধু চালক নাসিম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে টেকেরহাট ইউ এস মডেল হাসপাতাল এবং পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঈদের দিনে এমন ঘটনা সত্যিই বেদনার। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।