পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পাবনা জোনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর উপহার সিনেমা হলের পাশে এদূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাবনা থেকে একটি প্রাইভেট কার আসার পথে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ৫জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার রিপন হোসেন (৪০), চাটমোহর উপজেলার পাচুড়িয়া গ্রামের সবুজ হোসেন (২০) বাঁকীদের নাম-পরিচয় জানাযায়নি।
আটঘরিয়া থানার এসআই আনাবিল জানায়, ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় দূর্ঘটনায় কবলিত কারটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।