English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে সেনা সদস্য ও মসজিদের ইমাম নিহত

- Advertisements -
রাজশাহী জেলার মোহনপুর সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমন সংঘর্ষে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহত অপরজন হলেন একটি মসজিদের এক ইমাম। তারা দুজন একটি সিএনজি চালিত অটোরিকশাতে করে রাজশাহী থেকে বাসায় ফিরছিলেন। জেলার মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্য পলাশ (২১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। নিহত অপরজন হলেন রানীনগর উপজেলার উপরতালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে ও মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস (৪০)।

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, পলাশ ও কুদ্দুস সিএনজি চালিত অটোরিকশায় করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে রওনা হন।

তাদের বহনকৃত অটোরিকশাটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামের মেডিক্যাল গেটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ ও ডান পায়ে এবং মো. আব্দুল কুদ্দুস মাথায় ও ডান হাতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুর্ঘটনার সাথে জড়িত নসিমন চালককে আটক করা হয়।
তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন