রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ফাইজা (৭) নামের আরেক মাদ্রাসা শিক্ষার্থী।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জুলফিকার জানান, আমার মেয়ে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তো। সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে ও ফাইজা নামের আর এক মেয়ে স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। পরে তাদের দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।