গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার সামনে পরপর চারটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১জন আহতসহ ঘটনাস্থলেই আরও ১ জন নিহত হয়।
আজ সকাল ৬ টার সময় ডালিয়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এসে ব্রেক করলে ঐ ট্রাকের পিছনে থাকা তিনটি ট্রাক পরপর পিছন থেকে ধাক্কা মারলে দূর্ঘটনা সংঘটিত হয়। ফলে পিছনে থাকা ট্রাকের ড্রাইভার সামনের ট্রাককে চাপা দেয়ার করনে ঘটনাস্থলেই ট্রাক ড্রইভার মারা যায়।
নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গোবীন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম(৪০)। গুরুতর আহত ব্যাক্তি বাবু মিয়া(৪০) একই উপজেলর দোবায়েরবালা পাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে।