দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে লিজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লিজা বেগম (২৮) পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর গ্রামের মোকাররম হোসেনের স্ত্রী।
তিনি দুই সন্তানের জননী।বুধবার দিবাগত সন্ধার আগে চিরিরবন্দর উপজেলার বলাইবাজার আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে লিজা বেগম চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার সন্তানকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।