মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রতুলী গেটঘর এলাকায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় রতুলী গেটঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সুজানগর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে হাফিজ খালেদ বিন নুরুল ও মেয়ে আয়েশা জান্নাত এবং অপরজন হলেন বিয়ানীবাজারের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, রতুলী গেটঘর এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য দুজন বড়লেখা হলি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।