গাইবান্ধায় ইট-ভাটায় মাটি বহনকারী ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাতে থাকা অপর এক যাত্রী আহত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কে সদর উপজেলার কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ এবং এলাকাবাসী জানান, সোমবার বিকেলে সদর উপজেলার দারিয়াপুর বন্দর থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক কুমারপাড়ায় যাত্রী নামাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ইটভাটায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।