রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় ধনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওয়ালীউল্লাহ(৫২)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার(২৫জানুয়ার) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আজিজ তিনি জানান,দুপুরে ধনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল সোয়া পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় যানবাহন টি এখনো শনাক্ত করা যায়নি। নিহতের বড় ভাই আব্দুল বারীক জানান,দুপুরের সে বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হয়েছিল।পরে খবর পাই শনির আখড়ায় দুর্ঘটনার শিকার হয়েছে।
মৃত ওয়ালীউল্লাহ ,কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলী গ্রামের মৃত আহমেদ আলীর সরকারের ছেলে। বর্তমানে কদমতলীর নামা শ্যামপুরে নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতেন। চার ছেলে তিন মেয়ের জনক ছিলেন তিনি।