যশোর-মাগুরা সড়কের হুদারাজাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন হোসেন মোল্যা (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে জাফর মোল্যা (২০)। চিকিৎসকরা বলছেন, আহত জাফরের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নয়ন মোল্যা ও তার ছেলে একটি মোটরসাইকেলে যশোর-মাগুরা সড়ক ধরে খাজুরা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। হুদারাজাপুরে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দিলে নয়ন মোল্যা ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে আনার আগেই নয়ন মারা যান। ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত নয়ন মোল্যার বাড়ি যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রামে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন