চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদরাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও দুই সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডলা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের মাদরাসা বাজার এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা এলাকায় সোমবার দুপুরে সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম বকুল (৪৪) নামে একজন মারা যায়। নিহত সাইফুল ইসলাম বকুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর-তেলিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন