শফিক আহমেদ সাজীব: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র আকবরশাহ থানার অত্যন্ত দক্ষ, সদা হাস্যোজ্জ্বল অফিসার এসআই মোস্তাফিজুর রহমান পিপিএম-সেবা ৮ নভেম্বর ২০২২ সকাল সাড়ে ন’টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) এর আইসিইউ’তে মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ২২ বছর ও ১৯ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ১২ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।
তিনি গত ৬ নভেম্বর ২০২২ হালিশহর থানাধীন বড়পুল মোড় সংলগ্ন ওয়াপদা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম প্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এসআই মোস্তাফিজুর রহমানের মৃতদেহ দুপুর ২টা ১৫ মিনিটে আকবরশাহ্ থানা প্রাঙ্গনে তাৎক্ষণিক দ্বিতীয় জানাজা নামাজ শেষে তার মৃতদেহ দাফনের জন্য ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় তার গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে।