‘মানুষ সর্বদা পরিবর্তনশীল’- ফেসবুকের দেয়ালে নিজেকে নিয়ে এমনই মন্তব্য অনন্যা চৌধুরীর (২১)। এ বাক্য তিনি কেন লিখে রেখেছিলেন তা জানার আর সুযোগ নেই। তবে তাঁর নিজের জীবনেও নানা টানাপোড়েন। আট বছর আগে মারা যান মা। পরে বাবা আরেকটি বিয়ে করে আলাদা। কিশোরী মেয়েটির ঠাঁই হয় খালার পরিবারে। মামা-খালারা তাঁকে মেয়ের মতোই আগলে রেখেছিলেন। তাঁদের স্নেহছায়ায় নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন অনন্যা। তবে সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় চূর্ণবিচূর্ণ তাঁর স্বপ্ন।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় ওই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চলে চিকিৎসা। চিকিৎসকরাও তাঁকে সারিয়ে তুলতে চালান সর্বোচ্চ চেষ্টা। তবে ছয় দিনের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল সোমবার সকালে তিনি মৃত্যুর কাছে হার মানেন।