English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

- Advertisements -

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মণ (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড়ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু অন্তর মাগুড়া ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে থাকা স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, শিশুটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। পরিবার জানিয়েছে, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল সে।

এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ে আসছিল। আসার পথে এ দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন