English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

- Advertisements -

সিলেট-ঢাকা মহসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস ও মোটরসাইকলের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন, মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)। তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা। রোববার ২০ডিসেম্বর দুপুর ২টার দিকে রশিদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকলে থাকা ৩ আরোহী গুরুত্বর আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান,বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পথে ২জন মারা যান ও একজন গুরুতর আহতাব্স্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান,দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন