সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত দুজন হলেন সজিব ও লুৎফুর। এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।
সোমবার ১১ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ও ট্রাক ভাঙচুর করেন। পাশাপাশি মিয়া ফাজিলচিস্ত এলাকায় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে।
তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।