সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল বারেক (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব কর্মধা গ্রামের আব্দুল মান্নান ছেলে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস জানান, বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। শারীরিকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। রাতে উপজেলার পালবাড়ি এলাকায় মোটরসাইকেল চালানো অবস্থায় হয়তো অসুস্থ হয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন