English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সিরাজগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

- Advertisements -

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। নিহত দু’জনের মধ্যে একজন হলেন জেলার উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার সলিমউদ্দিনের ছেলে মো. শাহিন হাসান আলী (৪৪)। অন্যজন ট্রাক চালকের সহযোগী (হেলপার) বলে জানা গেলেও নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজার ও ৯ নম্বর ব্রিজ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সকালে ৯ নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

অপরদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় রাজশাহীগামী একটি ট্রাককে পেছন থেকে পাথর-খোয়া বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এতে শাহীন নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন ও একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন