সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে আমির হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।
রোববার (২৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান, শ্রমিকসহ ইট বোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে সাতজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর আহতদের মধ্যে আমিরের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।