সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাইদুর রহমান (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী। সাইদুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।