সিরাজগঞ্জের সলঙ্গায় গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি উল্টে খাদে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার আগে আমশড়া-উনুখা আঞ্চলিক সড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত হারান খানের ছেলে ওসমান আলী (৫৫) ও নূর ইসলাম (৪০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, চান্দাইকোনা হাট থেকে গরু কিনে গরুবোঝাই করে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালিকাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে দুই ভাই গুরুতর আহত হয়। দুজনকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।