সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ভুইয়াগাতী মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করে।
নিহত শহিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশু শেখের ছেলে ও সলঙ্গা থানার লাঙ্গলমুড়া গ্রামের মাল ভাটার শ্রমিক। গুরুত্বর আহত রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আফসার আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ডালিম হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ও দুই জন শ্রমিককে সাথে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ইট ভাটায় যাচ্ছিল। এসময় হাটিকুমরুল থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যায়।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।