সিরাজগঞ্জের কাজিপুরে নৌকাডুবে ২৫টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের চর জজিরা এলাকায় নৌকাডুবিরএই ঘটনাটি ঘটে।
শুক্রবার রাতে নিশ্চিন্তপুর ৬নং ঘাট এলাকার মাঝি বিরেন হালদার জানান, পিংন্না গরুর হাট থেকে গরুবোঝাই একটি নৌকা কাজিপুরের মেঘাই ঘাটের দিকে রওনা হয়। পথে নিশ্চিন্তপুর ইউনিয়নের চর জজিরা এলাকায় বালুবাহী একটি ট্রলারের সাথে গরুবোঝাই নৌকাটির ধাক্কা লাগে।
এ সময় নৌকাটি ডুবে গেলে ২৫টি গরু মারা যায়। এ সময় তিনটি গরুকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়।
কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নৌকাটি উদ্ধার করা হয়েছে।