সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় প্রাইভেটকারের চাপায় আব্দুল বাছেদ সরকার (৩৮) নামে এক স্কুলশিক্ষকের নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে সলঙ্গা থানাধীন পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ সরকার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনী সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আব্দুল বাছেদ সকালে হাটিকুমরুল গোল চত্বর থেকে মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিলেন।
পথে পাটধারী এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।