সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে, এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা নীলাচল পরিবহনের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ২৫ জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটির একাংশ পানিতে ডুবে আছে। পুলিশ র্যাকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাসের নিচে কারো আটকা পড়ার সম্ভাবনাও নেই।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বাস খাদে পড়ে অল্প সংখ্যক যাত্রী আহত হলেও কারো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন