কামাল হোসেন খান: সড়ক দুর্ঘটনায় নরসিংদী সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান হাফিজ (৪৩) নিহত হয়েছেন। গতকাল গাজীপুর জেলার কালীগঞ্জে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত নরসিংদী সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ এর স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদীর ৯৬ নং শালুর দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নায়লা আক্তার, নিহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্ত্রী জানান সোমবার গাজীপুর জেলার কালীগঞ্জের মিশন ব্রিজের পাশে বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৩) বছর। এক ছেলে এবং এক মেয়ের জনক নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারার চর গ্রামে। ছেলেমেয়েরা আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের শিক্ষার্থী।
নরসিংদী সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ এর মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহতের সহকর্মী নারায়ণগঞ্জ সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।