চট্টগ্রামে দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান (২৩) ও কক্সবাজার জেলার পেকুয়া থানার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।
ইমরান সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।