English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে ২০ যানবাহন, ১ জনের প্রাণহানি

- Advertisements -

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কমপক্ষে ২০টি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। এতে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনাকবলিত হয়। এ সময় মহাসড়কের ঢাকার দিকে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ করছে। মহাসড়কের সার্ভিস লেন দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা দেয়। এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন