ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের মুন্সীর হাটে সড়ক দুর্ঘটনায় মাওলানা মনির আহম্মদ আরশাদী (৫৫) নামে এক খতিব নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের মৌলভী সালেহ আহম্মদের ছেলে। তিনি জেলা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি শহরের হাসপাতাল মোড় চৌরাস্তা জামে মসজিদের খতিব ছিলেন। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এসব তথ্য জানান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কর্মস্থলে সিএনজিচালিত অটোরিকশা করে যাওয়ার পথে মুন্সীরহাটে পরশুরামগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা খতিব মনির আহম্মদসহ আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।