English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

- Advertisements -

গাজীপুরের শ্রীপুরে পানি পান করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম্প ট্রাকচাপায় নয়ন মিয়া নামে এক কিশোর নিহত হয়েছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১০টায় মহাসড়কের মুলাইদের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া (১৭) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাইশ্যার পাড় গ্রামের কামাল মিয়ার ছেলে। শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল সে।

নিহতের দুলাভাই মুক্তার হোসেন জানান, বোনের বাসা বদলানোর কাজে সহযোগিতার জন্যই নয়ন সুনামগঞ্জ থেকে শ্রীপুর আসেন। বৃহস্পতিবার ট্রাকে মালামাল উঠিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছিল। পথে এমসি বাজার এলাকায় সে পানি পান করতে চাইলে গাড়ি থামানো হয়।

পানি পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘাতক ড্রাম্প ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন