English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

শৈলকুপায় নির্বাচনী শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

- Advertisements -

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার মনোহরপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের চান্নু মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল শিশু আরাফাত। শিশুটি উচ্চস্বরে মনোহরপুর ইউপি সদস্যের শোডাউনের মোটরসাইকেলের হর্ন শুনে দৌড়ে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই শিশুটি একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিশুটির পিতা চান্নু মিয়া জানান, বিষ্ণুদিয়া গ্রামের ইউপি পদপ্রার্থী নজির আলী ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণার চালাতে থাকে। এসময় এলোমেলো মোটরসাইকেল চালানোর কারনে আমার শিশুটির মৃত্যু হয়েছে । শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার সন্তানের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী করছি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির পরিবার ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সঠিক হলে অভিযুক্তদের আটক আইনের আওতায় আনা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন