রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জে উপজেলায় বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাদল মিয়া (৩৫ ) নামের একজন নিহত হয়েছেন।বুধবার (১৭ জুলাই ) সকাল ১০টার দিকে উপজেলার কিচক ইউনিয়নে গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মিয়া রায়নগর মধ্যপাড়া গ্রামের ফটু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি।
স্থানীয়রা জানান, বাদল মিয়া কাজের জন্য কিচক যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার সময় হঠাৎ একপাশ থেকে একজন সাইকেল আরোহী চলে আসলে তাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন একজন মারা গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।