English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জে ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় শিশু নিহত

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ টু বিহার সড়কের নিশ্চিন্তপুর নামকস্থানে এই ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার বিকাল অনুমান ৫টায় বাড়ীর পার্শ্বে রাস্তা পারা পারের সময় ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় ফয়সাল আহম্মেদ ফিতুল (৬) লুটিয়ে পড়ে।

এসয় ওই ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে পার হয়ে যায়। এতে ওই শিশু গুরুতর আহত হয়ে পড়ে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত ফয়সাল বুড়িগঞ্জ ইউপির নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল আলিমের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থলে অবস্থান করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নিশোর ‘দাগী’ শুরু আজ

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন