সুনামগঞ্জ সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতরা হলেন ছাতক উপজেলার কৈতক গ্রামের লায়েক, হৃদয় ও নাজমুল ইসলাম।
আজ রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, মোটরসাইকেল আরোহী তিনজনই দূর পাল্লার যাত্রীবাহি বাসের ছাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। ঘাতক বাস পালিয়ে যাওয়ায় চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।