শরীয়তপুর জেলার ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় কলেজপড়ুয়া নিহাল ছৈয়াল (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহাল ছৈয়াল উপজেলার শিশু ছৈয়ালের ছেলে। নিহাল পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, পৌরসভার চৌরাস্তা নামক স্থানে দিয়ে নিহাল মোটরসাইকেলযোগে ডামুড্যা বাজারে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে নিহাল রাস্তা থেকে ছিটকে পাশে গাছের সাথে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা ধরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এখানে কর্তব্যরত চিকিৎসাক তাকে শরীয়তপুরে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, নিহাল ছৈয়াল দুপুরের দিকে ডামুড্যা বাজারের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরসভা চৌরাস্তা নামক স্থানে আসলে ইটবোঝাই পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। পরে শরীয়তপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।