হবিগঞ্জের লাখাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২৫/৩০ যাত্রী আহত হয় এর মধ্যে ৫জন গুরুত্বর আহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে ৩০-৩৫ যাত্রী প্রানে রক্ষা পেয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার লাখাই ঢাকা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে এঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে যানা যায়,বুধবার সকালে লাখাই থেকে ঢাকাগামী গােলাপ পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঢাকা মেট্রো ব ( ১৪-৮৩ ৭৬) উপজেলার স্থানীয় বুল্লা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়। পথিমধ্যে লাখাই ফুলবাড়িয়া নামক স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযােগীতায় দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। পরবর্তীতে হবিগঞ্জ সুকুমার সিং ও মুজিবুর রহমান খালেদের নেতৃত্বে ১৩সদস্যের ফায়ার ও সিভিল ডিফেন্স একটি টিম এবং ডুবুরি অভি ও আসাদ এসে উদ্ধার তৎপরতা চালায়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন