English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার বাস উঠল ফুটপাতে, আহত ২০

- Advertisements -

লক্ষ্মীপুরের কমলনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় আরও একটি প্রাইভেটকার। মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মো. রাজু (১০), মো. কাউছার (৩৫), মো. ফারুক (২৫), মো. মানিক (৩৫), জাহিদুল ইসলাম ২৪) সিএনজিচালিত অটোরিকশাচালক মো. গফুরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত অন্যদের মধ্যে দুইজনকে সদর হাসপাতাল ও গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ৮-১০ জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। আহতরা বাজারের ব্যবসায়ী ও পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দুটি দোকানের ওপর উঠে যায়।
কমলনগর থানার এসআই মো. জাহাঙ্গীর বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন