নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী।
তিনি জানান, ওই নারীর শরীরের কাটা অংশ রেললাইনের প্রায় এক শ গজ পর্যন্ত ছড়িয়ে ছিল। পরে লাশের সবগুলো টুকরা উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সকালে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে অজ্ঞাত এক নারীর দুই হাত, পা বিচ্ছিন্ন ও মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্টেশন মাস্টারকে খবর দেন। ওই সময় খণ্ডিত লাশের পাশে পড়ে ছিল কালো রংয়ের বোরকা ও ওড়না। পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ গিয়ে রেললাইনে পড়ে থাকা লাশের সবগুলো টুকরা উদ্ধার করে।