বরিশালের গৌরনদীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ইয়াসিন সিকদার নামে নয় বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির নানা আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৪ মার্চ) রাত আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের মিশ্রি পাড়ার বাসিন্দা।
গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন বলেন, শিশু ইয়াসিন নানার সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় ভুরঘাটা থেকে বরিশালগামী হাওলাদার পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে শিশুর মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়েছেন তার নানা। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নানার নাম জানা যায়নি।
তিনি বলেন, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন দিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।