English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসী নিহত

- Advertisements -

রাজশাহীর বাঘায় সৌদিপ্রবাসী তুহিন হোসেন (৪০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর এনামুল হকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত তুহিন হোসেন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, তুহিন হোসেন ১৩ দিন আগে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন। বাড়িতে এসে নির্মাণকৃত বাড়ির আসবাবপত্রের জন্য কাঠ চেরাই করার জন্য চন্ডিপুর ‘স’ মিলে যাচ্ছিলেন। চন্ডিপুর এনামুল হকের বাড়ির সামনে পৌঁছলে ইটবাহী একটি ট্রলির সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তুহিন হোসেনের স্ত্রী আমেনা বেগম তানিয়া বলেন, সকালের নাশতা করে বাড়ি থেকে ভ্যান নিয়ে ‘স’ মিলে যাওয়ার পথে বেপরোয়া ইটবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে সে মারা গেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ইটবাহী ট্রলি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রলিচালক পলাতক। এ বিষয়ে নিহতের স্বজনরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন