English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

- Advertisements -

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন।

নিহতরা হলেন- পুঠিয়ার ভাড়রা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী পালোপাড়া গ্রামের সায়েদ আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২) ও তার বোন যুথী খাতুন (১৪)। ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্সের শিক্ষার্থী ও যুথী পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত ফাতেমা ও যুথীর মামাতো ভাই মিজানুর রহমান জানান, এক বছর আগে ফাতেমার সঙ্গে হানিফের বিয়ে হয়।

রাজশাহী শহরে কেনাকাটা করে ফাতেমা ও যুথীকে নিয়ে হানিফ মোটরসাইকেলে ফিরছিলেন। দুপুর আড়াইটায় তারা পুঠিয়ার শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ ও যুথী মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পর ফাতেমার মৃত্যু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন