রাজবাড়ীর পাংশায় ক্যাভার্ডভ্যানের চাপায় আবুল হোসেন (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা পল্লী-বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল হোসেন পাংশার নিশ্চিতপুর এলাকা থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পাংশা পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ক্যাভার্ডভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পাংশা হাইওয়ে থানার কর্মরত পুলিশ কর্মকর্তা শিপন মিয়া বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন।