রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বিএম নাজিম উদ্দিন (৫০) ও কুষ্টিয়ার মহদিপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার সাকিব ইসলাম (১৮)। নিহত এক বাসযাত্রীর পরিচয় মেলেনি।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ট্রাক চালক সালাম(৩০) চিকিৎসাধীন রয়েছে। অন্য দুই বাসযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।