মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ আহমদ চৌধুরী (২৮) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঘয়গড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ফরহাদ মৌলভীবাজার শহরের শাহ সোস্তফা সড়কের হানিমুন ওয়েটিংসপ এর স্বাত্তাধিকারী।
ফরহাদ চৌধুরী রাজনগর উপজেলান তারাপাশা গ্রামের মৃত মিন্টু চৌধুরীর ছেলে। রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, রাতে ফরহাদ মোটরসাইকেল যোগে মৌলভীবাজার আসার পথে ঘয়গড় এলাকায় একটি সিএনজির সাথে ধাক্বালেগে গুরুত্বর আহত হয়।
পরে তাকে সিলেট নেওয়ার পথে সে মারা যায়।