রাজধানী ওয়ারীতের হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, রাজধানী সুপার মার্কেট এর মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারের ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।