English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisements -

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তার নাম কামরুল হাসান (২৯)।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কামরুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ইসহাক আহমেদের ছেলে। এক মেয়ে ও স্ত্রী নিয়ে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।

কামরুলের বাবা ইসহাক আহমেদ গণমাধ্যমকে জানান, কামরুল মতিঝিলে একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। সোমবার রাতে তিনি গুলিস্থান থেকে ঈদের কেনা-কাটা করে নিজ মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে মাতুয়াইল মেডিকেলের সামনে এলে অজ্ঞাত কোনও যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টাও চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন